০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কাজাখস্তানকে হেসে-খেলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময়ঃ ০৭:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

ভারতের রাজগিরে এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ সালের হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছেন জিমি-আশরাফুলরা।

এশিয়া কাপে অংশ নেওয়ার সুযোগই বাংলাদেশ পায় শেষ মুহূর্তে। পাকিস্তান সরে দাঁড়ানোয় তড়িঘড়ি করে ভারতে পাঠানো হয় দলকে। সেই দলই এখন বিশ্বকাপের স্বপ্ন দেখছে। টুর্নামেন্টে শীর্ষ ছয়ের মধ্যে থেকে বাংলাদেশ নিশ্চিত করেছে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ।

ম্যাচে গোলের বন্যা বইয়ে দেন বাংলাদেশি ফরোয়ার্ডরা। আশরাফুল ইসলাম ও রোমান সরকার জোড়া গোল করেন, আরেকটি গোল করেন তৈয়ব আলী। প্রথম কোয়ার্টারে শক্ত প্রতিরোধ গড়লেও ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আসে আরও দুটি গোল-২৩ মিনিটে আবারও আশরাফুল এবং ২৮ মিনিটে রোমান সরকার।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোমান, এর এক মিনিটের মধ্যেই ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী। কাজাখস্তান অবশ্য ৩৭ মিনিটে একটি গোল শোধ দেয়। শেষ দুই কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। ফলে ৫-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

এই জয়ে শুধু বিশ্বকাপ বাছাইপর্বের টিকিটই নয়, এশিয়া কাপে পঞ্চম হওয়ার লড়াইয়ের সুযোগও পেল বাংলাদেশ। শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জাপানের।

২০২৬ সালের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে। ১৬ দলের এ আসরে স্বাগতিক দুই দেশ ছাড়াও প্রো লিগের সেরা অস্ট্রেলিয়া ও স্পেন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। এছাড়া মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা, জার্মানি ও নিউজিল্যান্ড।

বাকি ৭ দল বাছাই হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। দুটি আলাদা টুর্নামেন্টে ১৬ দল অংশ নেবে। প্রতিটি টুর্নামেন্টের ফাইনালিস্ট ও তৃতীয় স্থান নির্ধারণী বিজয়ীসহ মোট ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। চতুর্থ হওয়া দুই দলের মধ্যে যাদের র‌্যাঙ্কিং এগিয়ে, সেই দলটিও পাবে বিশ্বকাপের টিকিট।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন