কানাইঘাট উপজেলার সড়কের বাজারে নিউ পানশী রেস্টুরেন্টে মাং"সে পো'কা পাওয়ার অভিযোগে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায় সোমবার দুপুরে হেলাল উদ্দিন নামের এক ভুক্তা ঐ রেস্টুরেন্টে খাবার খেতে যান।এসময় গরুর মাংস দিয়ে খাওয়ার সময় মাংসের মধ্যে পোকা দেখতে পান। পরে বিষয়টি হোটেল মালিক মিসবাহুল ইসলামকে অবগত করলে হোটেল মালিক ক্ষেপে গিয়ে হেলাল উদ্দিনের সাথে রূঢ় আচরণ করেন।নিরুপায় হয়ে স্থানীয় যুবদল নেতা সাইদুল আলম মাসুমকে মোবাইলে মাধ্যমে অবগত করলে সাইদুল আলম মাসুম রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বললে তাঁর সাথেও রূঢ় আচরণ করেন। এতে বিষয়টি সোসাল মিডিয়ায় বিষয়টি বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি জানতে পেরে সন্দ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার পঁচা ও পোকা যুক্ত খাবার পরিবেশনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন সড়কের বাজারের নিউ পানশী রেস্টুরেন্টে প্রায়ই বাসী পঁচা খাবার পরিবেশন হয়।কেউ অভিযোগ করলে হোটেল মালিক ক্ষেপে গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানকে অনেকেই সাধুবাদ জানিয়ে বলেন এরকম ভুক্তা অভিযান পরিচালনা করা হলে মানুষ অনন্ত পরিস্কার ও সুস্বাদু খাবার খেতে পারবে। এ ছাড়াও অন্য একটি রেস্টুরেন্টে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের সাথে কথা হলে তিনি জানান, ভুক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়কের বাজারস্থ নিউ পানশী রেস্টুরেন্টকে পঁচা ও বাসী খাবার পরিবেশনের দায়ে ৫০ হাজার ও অপর একটি হোটেলকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT