কানাডায় অবস্থানরত বড়লেখাবাসীর উদ্যোগে বার্ষিক বনভোজন-(২০২৫) অনুষ্ঠিত হলো টেইলর ক্রীক পার্কের ৫নং স্পটে। গত রোববার বড়লেখাবাসী ও তাঁদের স্বজন-বন্ধুদের অংশগ্রহণে পুরো পার্ক যেন বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
এতে স্কারবরো সাউথ ওয়েস্ট এর MPP ডলি বেগম, আগামীতে এই আসন থেকে লিবারেল এর সম্ভাব্য পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট সারোয়ার চৌধুরী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বনভোজনে দিনব্যাপী খানাপিনা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, নারী-পুরুষ সকলের জন্য ভিন্ন ভিন্ন স্পোর্টস ইভেন্ট সহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথিবৃন্দরা বক্তব্য প্রদানকালে বড়লেখাবাসীর উদ্যোগে এমন জাঁকজমকপূর্ণ আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা চলমান রাখার আশা ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT