গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের মধ্যে সংঘর্ষের পর কারফিউ জারি হয়েছে। বুধবার রাত ৮টায় শুরু হওয়া কারফিউ চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। শহরের পরিস্থিতি এখন থমথমে।
এরআগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কারফিউ জারির কথা জানানো হয়। প্রেস উইং থেকে বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
দুপুরে হামলার ঘটনার পর গোপালগঞ্জ জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। সমকালকে তখন জেলা প্রশাসক বলেন, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এরও আগে আজ দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা হয়। দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরু হয়। সভা শুরুর আগে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলার ঘটনা ঘটে।
এনসিপির ‘মার্চ টু গোপালঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়িবহরে হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT