সিলেট মেট্রোপলিটন কারাগারে (বন্দরবাজারস্থ পুরনো কারাগার) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক সেবামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ এই অনুপ্রেরণামূলক স্লোগানগুলোকে সামনে রেখে গেল শনিবার (১৯ জুলাই) এই উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। এতে সর্বাত্মক সহযোগিতায় ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ স্কাউটসের ইতিহাসে এই প্রথম কোনোও রোভার স্কাউট গ্রুপ কারাগারের অভ্যন্তরে সরাসরি সেবামূলক কার্যক্রমে অংশ নিল। এই কার্যক্রম নতুন মাইলফলক স্থাপন করেছে।উৎসবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ এবং গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা কারাবন্দিদের সাথে দেখা করতে আসা দর্শনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
এছাড়াও, কারা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কারাগার কর্তৃপক্ষসহ উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার আরিফুর রহমান, ডেপুটি জেলার মনিরুল হাসান প্রমুখ।
এছাড়াও, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার শাখার কাব লিডার উডব্যাজার মো. আরিফুর রহমান এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।এমন মহতী উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ।সংশ্লিষ্টরা বলছেন, কারা অভ্যন্তরে স্কাউটের সেবামূলক কার্যক্রম স্কাউটিং আন্দোলনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সমাজের প্রতি তাদের গভীর দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT