উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ঐতিহাসিক কালাইউরা সোনাতলা মাঠে আজ থেকে শুরু হয়েছে “মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শাফি ইউনিক ফ্যাশন একাদশ বনাম ছিগামল ক্রিকেট একাদশ।
কালাইউরা ক্রিকেট ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কালাইউরা ক্রিকেট ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও লাউতা ইউনিয়নের ইউপি সদস্য আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার এড. দেলোয়ার হোসেন দিলু, প্রবাসী লাযেক হোসেন, আবুল কালাম এবং বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েসন এর সাংগঠনিক সম্পাদক লাউতা ইউনিয়নের ইউপি সদস্য সাদিকুর রহমান খান, সাবেক ক্রিকেটার কাওছার সুমন সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন- এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়-এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার এক অনন্য প্রয়াস। খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হোক, নতুন প্রজন্ম গড়ে উঠুক সুস্থ মানসিকতা আর নেতৃত্বের গুণে। এই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে খেলা উপভোগ করার আমন্ত্রণ।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাইউরা ক্রিকেট ক্লাবের সভাপতি জুবায়ের আহমদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি হানিফ আহমদ। এসময় ক্লাবের অন্যান্য সদস্য ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি জুবের আহমদ জানান- আমাদের ক্লাবের একনিষ্ঠ সদস্য ও সম্মানিত পৃষ্ঠপোষকদের অকুতোভয় সমর্থনই আজকের এই আয়োজনের প্রাণশক্তি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225