কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়, পড়ে আমরা তাকে পানি খাওয়াই তখনও সে জীবিত ছিলো। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে। শাহজান আরো বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করত। ১৫-২০ দিন আগে সে বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষি কাজে সহযোগিতা করছিলো। কুলাউড়া সদর হাসপাতালের কতৃব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225