খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে তাকে উদ্ধার করে।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের শিশু ওর্য়াডে তাকে ভর্তি করা হয়।
সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন পথচারী পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পিছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তারা ড্রেন থেকে নবজতাকের কান্না শুনতে পান। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করেছি। তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার বাপ্পি চাকমা বলেন, বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ রয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225