০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনের জেল

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫০ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে জেল দেওয়া হয়েছে। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বড় ড্রেজার মেশিন ও ২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের দাম প্রায় ৬৩ লক্ষ টাকা।

বুধবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

জানা যায়, উপজেলার লিজ বহির্ভুত পিয়াইন নদীর লামলীগাঁও এবং শিমুলতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে আসছে একটি চক্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ডের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযানে উপজেলার চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিন সহ ৮ জনকে আটক করা হয়। নাজিম উদ্দিনের নেতৃত্বে বালু উত্তোলন করায় তাকে ১ বছরের জেল দেওয়া হয়। এসময় অন্য ৭ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন চাটিবহর গ্রামের আফাজ উদ্দিন ও আলী আমজাদ, বুড়িডহর গ্রামের বতন মিয়া, বি-বাড়িয়ার রানা মিয়া, সুনামগঞ্জের রুবেল মিয়া, জামাল মিয়া এবং বরগুনা জেলার মোঃ সোহাগ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এর সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন