সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল নামকস্থানে ডাকাতের বাধা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তরুণ।
নিহত সবুজ আহমদ (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (১৭ জুলাই ) দিবাগত রাত একটার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।
উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছা মাত্র রশি খেয়াল করতে না পেরে দুর্ঘটনা কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী । এতে ঘটনাস্থলে সবুজ আমাদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।
সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমরান আলী আরো জানান, নিহত সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের লাশ সুরতহাল করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। আর আহত দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT