সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাদাপাথর উদ্ধার করেছে পুলিশ। বালু এবং ত্রিপাল দিয়ে ঢেকে আনুমানিক ৫০ ট্রাক পাথর লুকিয়ে রাখা হয়েছিল। প্রতিটি ট্রাকে প্রায় ৬০০ ঘনফুট করে মোট ৫০ ট্রাক আনুমানিক ৩০ হাজার ঘনফুট পাথর ছিল।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে ধলাই নদীর তীরে দক্ষিণ বুড়দেও এলাকায় বালু ও ত্রিপালে ঢাকা অবস্থায় পাথরগুলোর সন্ধান মেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT