১১:২২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর…

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

পরিচালকের কড়া নির্দেশে চ্যালেঞ্জের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। চরিত্রের বাস্তবতা ধরে রাখতে তাকে বলা হলো, মুখে মেকআপের লেশমাত্র থাকবে না! ‘রক্তবীজ ২’-এর সেটে এমন এক মজার মুহূর্তে ধরা পড়ল পরিচালক শিবপ্রসাদ মুখার্জির ও কৌশানির হাসি-ঠাট্টার মাধ্যমে। জানা যায়, পরিচালক শিবপ্রসাদ চান কৌশানিকে সম্পূর্ণ স্বাভাবিক রূপে উপস্থাপন করতে। কিন্তু নায়িকার মুখে তখনও ছিল হালকা মেকআপ। বিষয়টি টের পেতেই শিবপ্রসাদের নির্দেশ, ‘সব তুলে ফেলো, মুখ যেন একদম প্রাকৃতিক থাকে।’ মজার ছলেই কথাগুলো বলেন তিনি। কৌশানীও হেসে উত্তর দেন, ‘আজকে আমি কিচ্ছু করিনি!’ তবু শেষমেশ পরিচালকের কথামতো টিস্যু দিয়ে মুছে ফেলতে হয় মেকআপ।‘রক্তবীজ ২’-এ কৌশানী অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরার স্ত্রীর ভূমিকায়। বাংলাদেশি নৃত্যশিল্পী আয়েশা খানের চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছবির ক্লাইম্যাক্সের গানও ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।

এর আগে ২০২৪ সালে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেন কৌশানী। সেই ছবিতে শিবপ্রসাদ ছিলেন তার সহঅভিনেতাও। ‘বহুরূপী’ ভালো ব্যবসা করার পর এবারের পূজায় ‘রক্তবীজ ২’ সফলতা পেয়েছে। ২৬ সেপ্টেম্বর মুক্তির পর ছবিটি এখনো প্রেক্ষাগৃহে চলছে, দর্শকও আগ্রহ নিয়ে দেখছেন কৌশানী ও অঙ্কুশের নতুন রসায়ন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন