মৌলভীবাজারের বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “বড়লেখা উপজেলা কাপ ২০২৫ – সিজন ১” এর মেগা ফাইনাল। আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে পি সি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। বিপুল দর্শকের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে উল্লাস, করতালি ও ক্রিকেটপ্রেমীদের আনন্দধ্বনিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি এবি সিদ্দিকি দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখার কৃতি সন্তান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও বর্তমান বিসিবির নির্বাচক হাসিবুল হোসেন শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মুল্লা, ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, প্রেস ক্লাব বড়লেখার সভাপতি আনোরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক লুৎফর রহমান চুন্নু, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, ইউকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রমুখ।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রোমাঞ্চকর মুহূর্তে ভরপুর ছিল ফাইনাল খেলা। শেষ পর্যন্ত বিজয়ী বড়লেখা পৌরসভা ইষ্ট জোনকে প্রথম পুরস্কার, রানারআপ দক্ষিণ ভাগ জোনকে দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
খেলা শেষে অতিথিবৃন্দ ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি, সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় মাঠজুড়ে আনন্দোল্লাস, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বড়লেখার ক্রীড়াঙ্গন।
অনুষ্ঠান শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তকে আরও বর্ণিল করে তোলে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225