ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় টেডিভিয়ারের সাথে তরুণীর নাচ- সামাজিক মাধ্যমে ‘ঝড়’

- আপডেট সময়ঃ ০৪:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরী পণ্য বিপনন এবং তাদের ক্রেতা পেতে সহযোগিতার জন্য বিয়ানীবাজারে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা উদ্যোগ নেয়ায় সর্বমহলে প্রশংসিত হয়েছিল। তিনব্যাপী এ মেলার শেষ সময়ের আগ পর্যন্ত আলোচনার কেন্দ্র ছিল ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন পণ্য এবং ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা নিয়ে।
কিন্তু রাতে বাদে বিপত্তি। মেলার বাইরে টেডিভিয়ারের সাথে এক তরুণী নিত্য স্বাভাবিক চোখে দেখেননি নেটিজেনরা। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। রাত ১০ পেরিয়ে যেতে না যেতেই কয়েক সেকেন্ডের দুইটি ভিন্ন ফেসবুকে আপলোড করে সমালোচনার রীতিমত ঝড় বইতে থাকে। কয়েক সেকেন্ডের এ ভিডিও নিয়ে এতো আলোচনা সমালোচনা সাম্প্রতিক সময়ে বিয়ানীবাজারের কোন ঘটনা নিয়ে হয়নি।
ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের টিডভিয়ার পরিহিত একজনের হাত ধরে নৃত্য করছেন এক তরুণী। তাদের ঘিরে সেখানে কৌতুহলী তরুণ তরুণীদের জটলা। পর মুহূর্তে নৃত্যরত তরুণী নাচ বাদ দিয়ে হেসে জটলায় হারিয়ে যান। এই কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে সমালোচনা করতে অনেকেই বিয়ানীবাজারে সামাজিক রীতিনীতির জন্য আপত্তিকর বলে মন্তব্য করেছেন।
তিনদিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা আয়োজনে যত প্রশংসা পেয়েছিলেন সংশ্লিষ্টরা শেষ দিনে সমাপনি অনুষ্ঠানের পূর্বেরেএক মুহূর্তের ঘটনায় তাদের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। যার কারণে আগামীতে এরকম আয়োজনে প্রশাসনের অনুমোদন পাওয়া নিয়ে তৈরী করেছে শংকা।
এরকম বিষয় ঘটে থাকলে সেটি অনভিপ্রেত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, বিষয়টি আমার নজরে পড়েনি। যদি ঘটে থাকে সেটি বাঞ্ছণীয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সর্তক হওয়া উচিত ছিল।