নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ফাইল ছবি।
খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
 
																
								
							
                                - আপডেট সময়ঃ ০৯:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৮৮ বার পড়া হয়েছে।

নিউ ইয়র্কে বাড়তে থাকা খাদ্য সংকটের আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন স্টেইট গভর্নর ক্যাথি হোকুল। চলমান ফেডারেল শাটডাউনের কারণে শনিবার থেকে লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে — এমন শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মানবিক সংকট মোকাবেলায় গভর্নর ক্যাথি হোকুল ৬ কোটি ৫০ লাখ ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছেন, যা রাজ্যের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা ও স্কুল মিল প্রোগ্রাম পরিচালনায় ব্যয় হবে।
আইউইটনেস নিউজের প্রতিবেদনে বলা হয়, ফুড ব্যাংকগুলো যেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও লজিস্টিক সহায়তা পায়, সে জন্য স্বেচ্ছাসেবক দল নিয়োগের ঘোষণাও দিয়েছেন গভর্নর।
সংবাদ সম্মেলনে ক্যাথি হোকুল বলেন,
“ট্রাম্প প্রশাসন যদি ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ করে দেয়, তাহলে আমাদের রাজ্য এক ভয়াবহ স্বাস্থ্য ও মানবিক সংকটে পড়বে। শুধু দরিদ্র পরিবারই নয়, কৃষক, ব্যবসায়ী, দোকান মালিক—সবাই এর প্রভাব ভোগ করবে।”
তিনি আরও বলেন,
“যখন পরিবারগুলো টেবিলে খাবার রাখতে পারছে না, আমি ওয়াশিংটন রিপাবলিকানদের মতো বসে থাকতে পারি না। আমি দায়িত্ব নেব, মানুষকে রক্ষা করব।”
গভর্নর ক্যাথি হোকুলের এই ঘোষণার প্রশংসা করে নিউ ইয়র্ক সিটির মেয়র অ্যারিক এডামস জানান, শহর পর্যায়ে জরুরি সহায়তা হিসেবে অতিরিক্ত ১ দশমিক ৫ কোটি ডলার বরাদ্দ দেওয়া হবে। যদিও তিনি স্বীকার করেন, “গভর্নরের ঘোষিত তহবিলের তুলনায় এই অর্থ অনেক কম।”
বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত শুধু রাজনীতিক পদক্ষেপ নয়—এটি এক মানবিক উদ্যোগ। যখন ফেডারেল সহায়তা বন্ধের আশঙ্কা পরিবারগুলোর মুখে অনিশ্চয়তা ফেলে দিয়েছে, তখন রাজ্য সরকারের এই ঘোষণা অনেকের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে।
 
																			 
										











