
তিন-তিনবারর সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা হারিয়েছি অভিভাবক। তাঁর অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু দেশের জন্যই নয়, পুরো পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বড় শূন্যতা সৃষ্টি হলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি আরও বলেন- এমন দুঃসংবাদের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম- ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আমরা হৃদয়কের মহাভারাক্রান্ত করে আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন।
শোকবার্তায় এমরান আহমদ চৌধুরী বলেন- এই অস্বাভাবিক-অপূরণীয় ক্ষতি জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। আপসহীন এই নেত্রী তাঁর সারাটি জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। তাঁর কাছে সবার আগে ও সব কিছুর ঊর্ধ্বে ছিল বাংলাদেশ। সেজন্যই বাংলাদেশের জনগণ দল-মতের ঊর্ধ্বে উঠে এই মহীয়সী নেত্রীকে অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত করেছেন। সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে তিনি কখনোই জনগণের রায়ে পরাজিত হননি। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু একটি পদ অলংকৃত করেননি, বরং নারীর নেতৃত্বের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের এক অনন্য অধ্যায়। তিনি প্রমাণ করেছেন ক্ষমতা নয়, আদর্শই একজন নেতাকে মহান করে।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর আদর্শকে সামনে রেখে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দেন এবং মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225