
তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট২১ডটকম পরিবার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। তাঁর অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও এটি একটি বড় ক্ষতি।
শোকবার্তায় আরও বলা হয়, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের অভিভাবক, জাতির এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের ছেড়ে চলে গেছেন। এতে আমরা হৃদয় ভারাক্রান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেট২১ডটকম পরিবার মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225