খালেদা জিয়ার স্মৃতিকে শক্তিতে রূপান্তর করে ধানের শীষকে বিজয়ী করুন: নাছির চৌধুরী

- আপডেট সময়ঃ ১০:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৭২ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে যে শোকের সৃষ্টি হয়েছে, তাকে শক্তিতে রূপান্তর করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তাঁর অবদান দেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।বৃহস্পতিবার(৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নাছির চৌধুরী বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এটিই আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আমাকে এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের জন্য আমার অনেক স্বপ্ন ছিল, যা প্রতিকূল পরিস্থিতির কারণে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নির্বাচিত হলে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।
সেজান আহমদ মজনু ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এবং সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার। এছাড়াও ছাত্রদল, যুবদল ও জমিয়ত উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল মুত্তাকিন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

















