খোকন সোনা তারার সাথে বলে কথা,
জানায় তাহার হৃদয় ছেড়া আকুলতা।
ওগো তারা! চাঁদের সাথী তুমি নাকি,
জোনাকিরাও তোমার মতো আলোর পাখি।
ওরা উড়েও চলে তুমি থাকো কেন ঠাঁয়!
তোমার তো নেই ডানা তবে বলো কি উপায়?
আমার বড় ইচ্ছে করে তোমার দেশে আসতে,
চাঁদ তারাকে সঙ্গে নিয়ে মেঘের সাথে ভাসতে।
নেবে আমায় তোমার দেশে বলো তারা?
সেথায় যাবার জন্য আমি বাঁধনহারা।
নাও না আমায় তোমাদের ঐ মেঘের দেশে,
চাঁদের বুড়ির নায়ে আমি যাবো ভেসে!
সন্ধ্যাতারা হেসে বলে খোকন সোনা!
আজকে থেকে শুরু করো স্বপ্ন বুনা,
যখন তোমার স্বপ্নগুলো আকাশ ছাড়ায়,
তখন তুমি উড়বে চাঁদ ও তারায় তারায়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225