বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের জনসভা শেষে এক প্রবাসীকে হেনস্তার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের মধ্যবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে একজন রেমিটেন্স যোদ্ধার প্রতি এমন ন্যাক্কারজনক আচরনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। এতে দ্রæত জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।তিলপাড়া ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাহাব উদ্দিন (৫০) কে অন্যায়ভাবে অপবাদ দিয়ে হেনস্তা করেন গণঅধিকার পরিষদের সভায় আগত কিছু বহিরাগত লোক। এ ঘটনায় সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সুজন সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ব্যবসায়ী আতিকুর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন, সদরপুর গ্রামের মাতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি সদস্য এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, যুবদল নেতা আব্দুস শুকুর, পরিবহণ শ্রমিক নেতা এমরান হোসেন, আবু বক্কর, সুমন আহমদ, বিলাল আহমদ, তুহিন আহমদ প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভাস্থল থেকে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন মধ্যপ্রাচ্য প্রবাসী সাহাব উদ্দিন। এ সময় তিনি সন্দেহভাজন একজনকে ধমক দিলে তারা ওই প্রবাসীর উপর চড়াও হয়। তখন আত্মরক্ষার্থে দৌড় দেন সাহাব উদ্দিন। একপর্যায়ে তার পিছু ধাওয়া করে মব সৃষ্টি করে মোবাইল চোররা। এরপর পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ওই প্রবাসীকে নির্দোষ ঘোষণা করে তাকে ছেড়ে দেয়। ঘটনাস্থল থেকেই প্রবাসীর মানিব্যাগ ও বাসার চাবি হারিয়ে গেছে। মবসৃষ্টিকারী সবার বাড়ি জেলার অন্যান্য উপজেলায়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225