০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
সংবাদ শিরোনামঃ
গাজার শিশুদের আকুতি শুনছে কি কেউ ‘মা, আমি ক্লান্ত আমি মরে যেতে চাই’

ডেস্ক নিউজ:
- আপডেট সময়ঃ ১১:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।

‘আমার সব চুল কেন পড়ে গেল? আর কি কখনোই চুল গজাবে না আমার মাথায়? মা, আমি ক্লান্ত, আমি মরে যেতে চাই মা! আমি বেহেশতে গিয়ে আবার চুল বড় করতে চাই!’ আয়নার সামনে চুল আঁচড়ানোর ভঙ্গি করতে করতে কেঁদে ফেলে ছোট শিশু সামা। ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে বেশ লম্বা চুল ছিল সামার। বন্ধুদের সঙ্গে তখন সে বাইরে খেলতেও যেত। কিন্তু এখন চুল না থাকায় অন্য শিশুরা তাকে উত্ত্যক্ত করে, এটা একদম ভালো লাগে না তার। তাই সারা দিন ঘরের মধ্যেই থাকে। বাইরে গেলেও স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখে। ফলে দিন দিন আরও বেশি অন্তর্মুখী হয়ে পড়ছে শিশুটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আগে রাফায় নিজেদের বাড়িতে থাকত সামা। ইসরায়েলি হামলায় বাড়িঘর হারিয়ে জীবন বাঁচাতে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে তারা। সবশেষ থিতু হয়েছে খান ইউনিসে।
ট্যাগসঃ