গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

- আপডেট সময়ঃ ০৮:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে।

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জুবায়ের আহমদ (২৬) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার পুলিশ তিতারাই চেকপোস্টে বিশেষ তল্লাশির সময় তার ব্যবহৃত প্রাইভেট কার থেকে ১০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮১ হাজার টাকা।
অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত এবং এসআই জয়ন্ত তালুকদার। তারা জানান, জুবায়ের নিয়মিত আমদানি নিষিদ্ধ মদ সিলেট শহরে পাচার করছিলেন। তিতারাই এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির পেছনের ডালা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত ব্লু কালারের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ জানান, “গ্রেফতারকৃত জুবায়ের আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।”