গোলাপগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার বিকাল ৪টায় স্থানীয় একটি সেন্টারে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে সংগঠনটি।
জামায়াতে ইসলামী সিলেট জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রভাষক রেহান উদ্দিন রায়হান, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহেদা মঞ্জুর জেরিনের নাম ঘোষণা করেন। এ ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে, মোশারফ হোসেন শামীম (বাঘা), আসাদুজ্জামান পাপ্পু (ফুলবাড়ী), মাসুদ আহমদ (লক্ষীপাশা), আব্দুর রহিম (বর্তমান চেয়ারম্যান, ঢাকাদক্ষিণ), রাসেল আহমদ (আমুড়া), প্রভাষক জাহিদ হোসাইন (বর্তমান চেয়ারম্যান, উত্তর বাদেপাশা) আতিকুর রহমান (শরিফগঞ্জ)-এর নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম ২৫-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT