বিএনপির যুক্তরাজ্য শাখার প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান ঘোষণা দিয়েছেন যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।মনোনয়ন পেলে, সাবিনা খান হবেন এই আসনে ইতিহাসের প্রথম নারী প্রার্থী, যিনি যুক্তরাজ্যে এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতি ও জনসেবার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এই অঞ্চলে নেতৃত্ব দিতে আগ্রহী।সাবিনা খান রাজনীতিতে নতুন নন। গত দশ বছর ধরে তিনি লন্ডনের ব্রেন্ট এবং টাওয়ার হ্যামলেটস এলাকায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি শিক্ষা, আবাসন, যুব উন্নয়ন ও কমিউনিটি গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন।“গত দশ বছর আমি ব্রেন্ট ও টাওয়ার হ্যামলেটসের মতো বৈচিত্র্যপূর্ণ এলাকায় কাউন্সিলর হিসেবে কাজ করেছি,” বললেন সাবিনা খান। “আবাসন, শিক্ষা ও তরুণদের সুযোগ সৃষ্টি—সবসময় মানুষই ছিল আমার অগ্রাধিকার।”তার পিতা কমর উদ্দিনের রেখে যাওয়া আদর্শ ও উত্তরাধিকার তাকে এই পথে অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় নেতা, ব্যবসায়ী এবং যুক্তরাজ্য ও সিলেটের মধ্যে এক অনন্য সেতুবন্ধন।
“আমার বাবা শুধু যুক্তরাজ্য ও সিলেট নয়, বরং প্রজন্ম ও সমাজের মাঝে সেতুবন্ধন তৈরি করেছিলেন,” সাবিনা স্মরণ করেন। “ব্যবসায়ী এবং ইউকে বিএনপির সভাপতির দায়িত্বে থেকে তিনি অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। কিন্তু যেখানেই গিয়েছেন, তাঁর হৃদয় সবসময় ছিল এখানেই – গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে।”যুক্তরাজ্যে বেড়ে উঠলেও, সাবিনা খানের আত্মিক যোগ রয়েছে বাংলাদেশের মাটির সঙ্গে। তিনি এই নির্বাচনী প্রচারণাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা হিসেবে নয়, বরং দায়িত্ব পালনের সুযোগ হিসেবে দেখছেন।“আমি যুক্তরাজ্যে বড় হয়েছি, কিন্তু আমার শেকড় এই মাটিতেই। বাবার আদর্শ – সহানুভূতি, সততা এবং কার্যকর নেতৃত্ব – আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখায়।”
এলাকার নেতৃত্বে এক নতুন অধ্যায়ের আহ্বান জানিয়ে সাবিনা বলেন:“এখন পরিবর্তনের সময়। আমি আপনাদের সমর্থন, বিশ্বাস এবং দোয়া চাই – যেন আমরা সবাই মিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে পারি।”সাবিনা খানের প্রার্থিতা একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ নতুন ধরণের নেতৃত্বকে প্রতিনিধিত্ব করে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT