০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

গোয়াইনঘাটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১১:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে।

সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দেশিয় অস্ত্র ও দুটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে। রোববার (৬ জুলাই) গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার লেংগুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন-ইকবাল হোসেন ইমন (২১), কুদরত উল্ল্যা (৪৩), তোফায়েল আহমেদ (২৬), বদর উদ্দিন (৪৫), রহিম উদ্দিন (৪৫) ও সুলেমান (৩০)।

জানা গেছে, ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড আটকে আজমল হোসেনের ( ২৬) নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি করতো। এ নিয়ে ইজারাদারের সঙ্গে দফায় দফায় আজমল গংদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাধিক বাল্কহেড ১৫ দিন ধরে আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাল্কহেড উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌ-পথে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোয়াইনঘাটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৬

আপডেট সময়ঃ ১১:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দেশিয় অস্ত্র ও দুটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে। রোববার (৬ জুলাই) গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার লেংগুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন-ইকবাল হোসেন ইমন (২১), কুদরত উল্ল্যা (৪৩), তোফায়েল আহমেদ (২৬), বদর উদ্দিন (৪৫), রহিম উদ্দিন (৪৫) ও সুলেমান (৩০)।

জানা গেছে, ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড আটকে আজমল হোসেনের ( ২৬) নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি করতো। এ নিয়ে ইজারাদারের সঙ্গে দফায় দফায় আজমল গংদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাধিক বাল্কহেড ১৫ দিন ধরে আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাল্কহেড উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌ-পথে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন