আর মাত্র কয়েকদিন পরই শেষ হতে যাচ্ছে ২০২৫ সাল। পুরোনো বছরের বিদায় আর নতুন ২০২৬-এর আগমনী ক্ষণে দাঁড়িয়ে বিয়ানীবাজারবাসী ফিরে তাকাচ্ছে পেছনের দিকে। রাজনৈতিক উত্তাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্থান-পতন, হত্যা, দুর্ঘটনা, আত্মহত্যা ও প্রাকৃতিক দুর্যোগ—সব মিলিয়ে বিদায়ী বছরটি উপজেলাজুড়ে রেখে যাচ্ছে গভীর ছাপ। সাফল্য, প্রত্যাশা, আনন্দের পাশাপাশি নানা শোক, আতঙ্ক ও আলোচিত ঘটনায় ভরপুর ছিল বিদায়ী বছরটি। নতুন বছরের শুরুতে আশার আলো দেখলেও ২০২৫ সাল স্থানীয়ভাবে রেখে যাচ্ছে বহু স্মৃতি, আলোচনা ও প্রশ্ন।
রাজনীতির উত্তাপে কেটেছে বছর ;
২০২৫ সালের শুরু থেকেই বিয়ানীবাজারে রাজনীতির হাওয়া ছিল টানটান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিটি পাড়া-মহল্লা, চায়ের দোকান আর সভা-মাঠ ছিল আলোচনা ও বিতর্কে মুখর। প্রার্থীদের প্রতিশ্রুতি, মিছিল আর শোডাউনে রাজনীতি ছিল জনজীবনের প্রধান অনুষঙ্গ। বিদায় নিতে যাওয়া ২০২৫ সাল নানাকারনে স্থানীয়ভাবে বেশ আলোচিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা, ফ্যাসিবাদবিহীন গ্রামীণ জনপদ, কয়েকটি আত্মহত্যা, হত্যা, অস্ত্র উদ্ধার, মোটর সাইকেল দূর্ঘটনা, যুক্তরাষ্ট্র থেকে শূণ্য হাতে ফেরাসহ নানা ঘটনা মানুষের মুখেমুখে। তবে সবচেয়ে বেশী আলোচনায় আছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি-প্রচারণার বিষয়টি। ২০২৫ সালের পুরোটা সময় জুড়ে ছিল আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সভা-সমাবেশ, শো-ডাউন আর প্রতিশ্রুতির গল্প। রাজনৈতিক নেতাকর্মীরা ছিলেন উজ্জীবিত।
আইনশৃঙ্খলা ও গ্রেফতার অভিযান:
বিদায়ী বছরের শেষলগ্নে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে মো: ওমর ফারুক যোগদানের পর ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্তত: অর্ধডজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে ধরপাকড়ের এই বিষয়টি রাজনৈতিক আলোচনার মুখ্য বিষয়। গত কয়েকদিনে পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল বাছেত, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাকেল, আওয়ামীলীগের সদস্য আছার উদ্দিনসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। গত ৩০ অক্টোবর মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয় বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা :
অস্ত্র ও মাদক উদ্ধারে বছরজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। আধুনিক এয়ারগান, শটগান উদ্ধার এবং ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারিদের গ্রেফতার মানুষকে কিছুটা হলেও আশ্বস্ত করেছে।আইনশৃংখলা বাহিনীর বিরামহীন অভিযানে আধুনিক এয়ারগান, শটগানসহ অন্তত: ৬টি অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৭ জুন মোটর সাইকেল চুর সিন্ডিকেটের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত ২ ডিসেম্বর বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ ফতেহপুরের আব্দুর রহমান মনুকে গ্রেফতার করে পুলিশ। বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের দু’পাশ থেকে হকার আর ভারমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখলমুক্ত করে প্রশাসন। সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগীতায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না অভিযানে নেতৃত্ব দেন।
হত্যাকাণ্ডের ছায়া ও দুর্ঘটনা ,রক্তাক্ত শিরোনাম:
সম্প্রতি উপজেলার কুড়ারবাজার এলাকার খশির নামনগরের ইমন আহমদ (২০)-কে আইফোন ছিনতাইয়ের জন্য নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আমীনকে পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার করে। এদিকে পৌরশহরের খাসায় একটি পরিত্যক্ত স্থান থেকে সুনীল আচার্য (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি এখনো ক্লুলেস রয়ে গেছে। স্থানীয় থানা পুলিশ এবং ডিবি পৃথকভাবে বিষয়টির তদন্ত করছে। ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকায় দফায়-দফায় পরিদর্শন করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সুনীলের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্রেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গত ২রা অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য। তিনি খাসা গ্রামের মৃত সুখময় আচার্যের ছেলে। গত ৬ জুলাই পৌরশহরের বাসুদেব মন্দিরে উল্টো রথযাত্রা শুরুর পর পিষ্ট হয়ে চিরঞ্জীব আচার্য কানু (৫৫) নামে একজন নিহত হন। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহাবাজপুর এলাকার চিত্তরঞ্জন আচার্যের ছেলে। ২৭ এপ্রিল একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে তলিয়ে যায় মাজেদ আহমদ নামের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্র। সে পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
চাঞ্চল্যকর মামলার রায় :
জলঢুপের চাঞ্চল্যকর শিক্ষক বিনয়ান্দ্র ভূষণ চক্রবর্তী হত্যা মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। প্রায় ৭ বছর পর আদালত রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন শিক্ষক বিনয়ন্দ্র ভূষণ চক্রবর্তী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারি কানাডা প্রবাসী ওয়াসিম রাজা, তার সহযোগী দুলাল আহমদ বাবর ও জয় লাল নাথ। লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকায় ২০১৮ সালের ৩০ নভেম্বর রাত ৮টার দিকে আসামীরা শিক্ষক বিনয়ান্দ্র ভূষণ চক্রবর্তীকে ঘর থেকে ডেকে বের করে হত্যার উদ্দেশ্যে অগ্নিদগ্ধ করে। আহত অবস্থায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনার ছয়দিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর তিনি মারা যান।
শিক্ষক বিনয়ন্দ্র ভূষণ চক্রবর্তীর মেয়ে ডাক্তার শর্মিলা চক্রবর্তী বলেন, আমাদের চাওয়া রাষ্ট্র দ্রুত এ রায় কার্যকর করবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামী দেশের বাইরে অবস্থান করছে তাকেও দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করতে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি।
অপরাধ, নির্যাতন ও সামাজিক উদ্বেগ ,আইনের মুখোমুখি সমাজ:
গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার থানার লাউতা ইউনিয়নে কালিবাড়িবাজারের বাবু টেইলার্সের ভেতরে ১২ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে তার পিতা ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং কালিবাড়িবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি টেইলার্সের দোকান পরিচালক নবদ্বীপ বৈদ্য (৫৫)। এরপর ভিকটিমের জবানবন্দী আদালতে রেকর্ড করা হয়েছে। ১৮ মার্চ সুপাতলা গ্রামে ২ বছরের এক শিশু কণ্যা প্রতিবেশী কর্তৃক ধর্ষণের শিকার হয়। রাজু আহমদ নামের ওই ধর্ষক এখন কারাগারে। ফেব্রুয়ারী মাস জুড়ে তরুণ-কিশোরদের নিখোঁজের সংবাদে ফেসবুকের নিউজফিড সয়লাভ ছিল। বিয়ানীবাজার উপজেলা সুজন’র সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন জানান, অনেকে অপহরণ হয়েছে মর্মে বলাবলি করলেও প্রকৃত ঘটনা এমন নয়। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে নিখোঁজের নামে কোন তরুণ নিজ থেকে আত্মগোপন করতে পারে। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছমেদ আলী জানান, আইনশৃংখলা বাহিনীর তদন্তে নিখোঁজ রহস্যের অনেক কারণ পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট পরিবারকে হেয় না করতে আমরা বিষয়টি মানবিকভাবে দেখি।
দুর্ঘটনায় থমকে যাওয়া জীবন:
গত ১১ ডিসেম্বর বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান দুবাগ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া গ্রামের তাজুল হোসেনের ছেলে ও মোহাম্মদ মহসিন বিপরীত দিক থেকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে । বুধবার সন্ধ্যায় দুবাগের শেওলা সেতু সংলগ্ন চত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে নেওয়ার পথে চারখাইয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বেপোরোয়া পিকাপের চাপায় মুড়িয়া ইউনিয়নের সারোপারে ৩ বছরের এক শিশু জিয়াছমিন আক্তার সড়ক দূর্ঘটনায় নিহত হয়। ৩১ মে পৌরশহরের দক্ষিণ বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহি কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রী সুহেনা আক্তার (২২) নিহত হন। গত (১১ এপ্রিল) শুক্রবার সন্ধ্যার পর কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের আবির আহমেদ নিহত হন। বিয়ানীবাজার চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় (২২ মে) বেলা ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের মো. সায়েম আহমদ (২২) নিহত হন।
নিঃশব্দ কান্না আত্মহত্যা:
এছাড়া বছরজুড়েই ছিল আত্মহত্যার নানা ঘটনা ছিলো বেশ আলোচিত । ১৮ জানুয়ারী বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তায়ৈবা বেগম চৌধুরী (১৪) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রবাসী রুহুল আমীন চৌধুরীর মেয়ে। ১৮ মার্চ বিয়ানীবাজারে গায়ে আগুন লাগিয়ে আফজল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের ছরফর আলীর ছেলে। শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গত (১৬ মে) শুক্রবার রাত ১১ টায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তার চাচা শ্বশুরের বাড়ি থেকে বিয়ানীবাজার উপজেলার মনারাই গ্রামের লোকমান হোসেনের ছেলে আহসান হাবিব রেদোয়ান (২৩) ঝু-ল-ন্ত ম-র-দেহ উদ্ধার করা হয়।তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বসবাস করছিলেন। গত ২ জুলাই মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে অজ্ঞাত কারণে বিষপানে আত্মহত্যা করেন সেলিম উদ্দিনের মেয়ে শিপা বেগম (২২),এ ঘটনার আকস্মিকতায় হতবিহবল চাচী ফুলেছা বেগম-এর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় দ্রুত তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। । ১৮ অক্টোবর খশির এলাকায় ১৭ বছরের তামান্না বেগম নামে এক গৃহপরিচারিকা মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩০ অক্টোবর পৌরশহরের একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুর রহীম সবুজ বলেন, আর্থ-সামাজিক বা পারিবারিক যে কারণই থাকুক, সেটি থেকে সৃষ্ট মানসিক রোগের কারণেই মানুষ আত্মহত্যা করেন। এই বিষয়গুলো ঠেকাতে সামাজিক ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতি জোর দেন এই শিক্ষক। ২০২৫ যেন মনে করিয়ে দিল—মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয়।
ভূমিকম্প, প্রবাস আর দুশ্চিন্তার গল্প
১১ ডিসেম্বর বিয়ানীবাজারে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া পুরো দেশকে চমকে দেয়। একই সঙ্গে ‘স্বপ্নের আমেরিকা’ থেকে শূন্য হাতে ফিরে আসা কয়েকজন তরুণের গল্প বিয়ানীবাজারবাসীকে ভাবিয়ে তোলে—স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান কতটা নির্মম হতে পারে। ২০২৫ সাল বিয়ানীবাজারকে দিয়েছে অনেক প্রশ্ন, কিছু উত্তর আর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। শোক, স্মৃতি আর সংকট পেরিয়ে নতুন বছরকে বরণ করতে চায় মানুষ—আরও মানবিক, আরও নিরাপদ একটি সমাজ গড়ার প্রত্যয়ে।
বিদায়ী বছরের শেষ লগ্নে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, ২০২৫ সাল যেমন যাক, আগামী বছর ভালো যাবে বলে আশা করি। এলাকার সবাইকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন করতে চাই। তিনি বলেন, মানুষ নতুন বছরকে বরণ করে নেবে বুকভরা আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে। রাতের আঁধার পেরিয়ে ভোরের পুবাকাশে রক্তিম আভা ছড়িয়ে মুখ দেখাবে নতুন সূর্য।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225