বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক সম্ভাবনাময় নাম হয়ে উঠেছেন প্রবাসী রাজনীতিক ও সমাজসেবী সাবিনা খান। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন এর কন্যা।
সাবিনা খান মনে করেন, তাঁর প্রয়াত পিতার অসমাপ্ত স্বপ্ন ও উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা রক্ষা করাই এখন তাঁর প্রধান রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন,
“গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আমার বাবার জন্মভূমি। তিনি সবসময় এই এলাকার উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখতেন। মৃত্যুর পূর্বে বলেছিলেন, যেন তার কবর গ্রামে দেই। সেই আবেগ, সেই দায়িত্ববোধ নিয়েই আমি আজকে রাজনীতিতে এসেছি।”
তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময়ে শেওলা ব্রিজ উদ্বোধন করতে হেলিকপ্টারে করে এসেছিলেন — যা ছিল ওই এলাকার জন্য এক ঐতিহাসিক ঘটনা।
“শেওলা ব্রিজ, জলঢুপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা— সব জায়গায় আমার বাবা ছিলেন অগ্রণী ভূমিকার ব্যক্তি।”
সাবিনা খান বর্তমানে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একজন সক্রিয় সদস্য। তাঁর মতে, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় মাটির টান তাঁকে এই দুই দিক থেকেই শক্তিশালী করে তুলেছে।
তিনি বলেন,“আমি যুক্তরাজ্যে বড় হয়েছি, কিন্তু আমার শেকড় এই মাটিতেই। আমার বাবা শুধু যুক্তরাজ্য ও সিলেট নয়, বরং প্রজন্ম ও সমাজের মাঝে সেতুবন্ধন তৈরি করেছিলেন। আমি সেই সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে চাই।”
প্রচারণার অংশ হিসেবে সাবিনা খান জানিয়েছেন, তিনি বিশেষভাবে কাজ করতে চান আবাসন, শিক্ষা, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসী সেবায়।
“প্রবাসী অধ্যুষিত এই এলাকা আমি বিদেশের আদলে সাজাতে চাই। পরিবর্তন দরকার, নেতৃত্বে দরকার এক নতুন অধ্যায়ের। সেই নেতৃত্বে আমি নারীর ভূমিকা রাখতে চাই, জনগণের সমর্থন নিয়ে।”
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225