সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

চলতি বছরেই হতে পারে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন: ড. তাজ উদ্দিন

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৩:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১০৫ বার পড়া হয়েছে।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সম্ভাব‍্য সময় ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব‍্য সমাবর্তন আয়োজন প্রস্তুতি বিষয়ক সভায় তিনি জানান, লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে অনেক কার্যক্রমই এগিয়ে গেছে। চুড়ান্ত তারিখ পাওয়ার সাথে সাথেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। সে জন‍্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমাকর্তাগণকে একটি সফল সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার জন‍্য তিনি পরামর্শ প্রদান করেন। সভায় অনুষ্ঠান আয়োজনের জন‍্য বিভিন্ন কমিটি গঠনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. ফায়েজের সাথে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বিষয়ে সাক্ষাৎ করেছেন।

সভায় লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রদানগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন