গাজীপুরে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগান উজাড় করে ১২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে আদালতে মামলা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী বাগান মালিক শেখ তাজউদ্দিন আহমেদ।
অভিযুক্তরা হলেন- জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি হারুণ অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিল্টন।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বেহাইদুয়ার গ্রামের তাজউদ্দিন আহমেদের পারিবারিক সূত্রে জায়গা জমির বিষয়ে আগে থেকে এলাকার কিছু লোকের বিরোধ ছিল। অভিযুক্ত বিএনপি নেতাদের সহযোগিতায় তাজউদ্দিনের ওই প্রতিপক্ষরা ১৫ মার্চ তার বাগানে প্রবেশ করে। এ সময় বাগানের ২৫ থেকে ৩০ ফুট উঁচু ১৮ বছর বয়সি ৯৬টি কালো আকাশমনি গাছ, ২২টি কাঠাল গাছ, ৮টি আম গাছ ও ৫টি তালগাছ জোরপূর্বক কেটে গাড়িতে করে নিয়ে যায়; যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
ভুক্তভোগী তাজউদ্দিন অভিযোগ করে জানান, প্রতিপক্ষের সঙ্গে বিরোধকে পুঁজি করে করিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তার কাছে ১০ লাখ টাকার চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে বাগানে যেতে বাধা দেওয়া হচ্ছিল। বাগানের গাছগুলো কর্তন করে লুটে নেওয়ার ঘটনায় তিনি প্রথমে কাপাসিয়া থানায় অভিযোগ দেন। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ মার্চ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তিনি বলেন, মামলা করার পর অভিযুক্ত বিএনপি নেতাদের হুমকিতে তিনি এলাকায় যেতে ভয় পাচ্ছেন। ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অভিযোগ করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাজউদ্দিন আহমেদ জোরপূর্বক অন্যের জমি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছিল। এ নিয়ে থানায় একাধিকবার বিচার সালিশও হয়েছে। যাদের সঙ্গে বিরোধ তারাই গাছ কেটে নিয়েছে। আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT