
চক্ষু রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চারখাই মাল্টিকেয়ার হাসপাতালের উদ্যোগে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করা হবে এবং ছানি পড়া রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা থাকবে। এতে করে আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা বিনা খরচে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এছাড়াও ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য স্বল্পমূল্যে চশমা এবং ন্যায্য মূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চারখাই মাল্টিকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা চক্ষু সমস্যায় ভোগা রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।
আয়োজক কর্তৃপক্ষ আরও জানায়, ক্যাম্পে অংশগ্রহণ করতে আগ্রহী সকল চক্ষুরোগীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি ও একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারখাই মাল্টিকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এলাকার সর্বস্তরের চক্ষুরোগীদের এ ক্যাম্পে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225