সিলেটের চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতিস্বরূপ সাংবাদিক সুবর্ণা হামিদকে ‘প্রত্যাশা সম্মাননা’ পদক প্রদান করা হয়েছে। চা শ্রমিকদের পক্ষ থেকে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়।সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুরজান টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত আহমদ মনি।অনুষ্ঠানে বক্তারা বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলিত। তাঁদের শ্রম, স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের বঞ্চনা এবং সামাজিক বৈষম্যের চিত্র মূলধারার গণমাধ্যমে তুলে ধরা অত্যন্ত জরুরি। সাংবাদিক সুবর্ণা হামিদ সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে চা শ্রমিকদের এসব সংকট তুলে ধরেছেন, যা জনমনে সচেতনতা তৈরিতে এবং নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে ইতিবাচক ভূমিকা পালন করছে।সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সুবর্ণা হামিদ বলেন, চা শ্রমিকদের জীবনসংগ্রাম ও তাঁদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকেই আমি কাজ করার চেষ্টা করেছি। এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে চা শ্রমিকদের অধিকার আদায়ে তাঁদের জীবনের না বলা গল্পগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে এটি আমাকে অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক আবুল কালাম, সিলেট ভয়েস-এর সম্পাদক সেলিনা আক্তার চৌধুরী, বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, অচিন্ত্য কুমার দে অমিত এবং জয় মাহাত্ম্য কুর্মী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবাষ নায়েক রতিলাল, রঞ্জু নায়েক, কমল চাষা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সুবর্ণা হামিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225