০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক

সিলেট ব্যুরো
- আপডেট সময়ঃ ০১:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ৫ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। রবিবার (২১ সেপ্টেবর) ভোররাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন-কিশোরগঞ্জের ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের ছেলে সমর কান্ত দাস (২৬), সুনামগঞ্জের গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জের মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষী রাণী দাস ( ৫২), মেয়ে উতোমা দাস (২২)। আটকদের চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগসঃ