০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১০:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে।

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে মাসুম বিল্লাহ নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে, এখনও পর্যন্ত বিজিবি সদস্যকে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আমরাও ঘটনাস্থলে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

আপডেট সময়ঃ ১০:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে মাসুম বিল্লাহ নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে, এখনও পর্যন্ত বিজিবি সদস্যকে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।’

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আমরাও ঘটনাস্থলে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন