রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাতে শাহবাগের নগর ভবনের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-নাছির সরকার (৩৮), ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), আব্দুল কাদের (৫০) ও মনির হোসেন (৩২)।
গোয়েন্দা পুলিশ জানায়, ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের ওপর কিছু ব্যক্তি বিপুল চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগ সেই এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪ থেকে ৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা চোরাই মোবাইল ফোন গুলো বিক্রির করার জন্য ওই স্থান সমূহে অবস্থান করছিলেন। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT