সিলেট- সুনামগঞ্জ ছাতকে আঞ্চলিক সড়কে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু সালেক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১জুলাই) বিকালে উপজেলার চেচান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবক জেলা বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মোটরসাইকেল যোগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবু সালেক নামের ওই যুবক। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় ছিটকে গিয়ে মোটরসাইকেলসহ খাদে পড়ে ঘটনাস্থল নিহত হন ওই যুবক। ঘাতক পিকআপভ্যান ঘটনাস্থল থেকে তৎকনাৎ পালিয়ে যায়। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT