রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসান লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোহনপুর থানার এসআই মো. ইয়ামিন আলী ও এএসআই মো. রিপন হোসাইন এর নেতৃত্বে উপজেলার বাকশিমইল ইউনিয়নের বরইকুড়ি রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোহনপুর থানায় দায়ের করা এজাহারে এসআই ইয়ামিন আলী উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরইকুড়ি গ্রামের চা দোকানের পাশে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটকের পর আসামি নিজের নাম-পরিচয় প্রকাশ করেন সাকিবুল ইসলাম ওরফে লিটন (৩০)।
সে মোহনপুর উপজেলা সদর মোহনপুর বিলপাড়া এলাকার মৃত মনিরুল ইসলাম ওরফে মন্টুর ছেলে।
তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বর্তমানে মোহনপুর থানা হেফাজতে রয়েছেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, যেই হোক—কেউ ছাড় পাবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাকিবুল হাসান লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় ছিলেন। মাদকসহ তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা চলছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225