গুমের শিকার সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন- একজন বাবা তাঁর জীবদ্দশায় ছেলের ফিরে আসার দৃশ্য দেখলেন না, এর চাইতে কষ্টের কী হতে পারে। এ বিষয়ে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পরিবারের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। আমরা দোয়া করি- দিনার যেন সুস্থ অবস্থায় গুম অবস্থা থেকে ফিরে আসেন। পাশাপাশি তাঁর বাবা মরহুম মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ডা. মঈন উদ্দিন আহমদ শনিবার ভোর ৬টা ৩৬মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। তিনি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ (শনিবার) বাদ যোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225