০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছাত্রসমাজকে মহানবী সা. এর আদর্শ অনুসরণ করতে হবে: এস এম মনোয়ার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৬:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, ইসলামি নেতৃত্বের ভবিষ্যত উজ্জ্বল করতে হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো নীতির মাধ্যমে ইসলামি নেতৃত্বের ভবিষ্যত উজ্জ্বল হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা, নৈতিকতা, ধৈর্যশীলতা এবং জনসেবাসহ যাবতীয় গুণাবলির অনন্য দৃষ্টান্ত। এগুলো যদি বর্তমান প্রজন্মের নেতৃস্থানীয়গণ নিজেদের মধ্যে ধারণ করে সে আলোকে নিজেদের গড়ে তুলতে পারেন তাহলেই নেতৃত্বের মান উন্নত হবে এবং সমাজে ইসলামের ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ইসলামি নেতৃত্বের মূল ভিত্তি হওয়া উচিত ধর্মীয় নৈতিকতা, জনগণের কল্যাণ এবং খিলাফত প্রতিষ্ঠা। শুধুমাত্র ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার জন্য মহানবী সা. এর রেখে যাওয়া পথ অনুসরণ করতে হবে। তালামীযে ইসলামিয়া বিভিন্ন সময়ে ইসলামি ছাত্রসমাজের নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব তৈরি চায় এ সংগঠন।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমআ নগরীর অভিজাত একটি হোটেলের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২২নং ওয়ার্ড শাখা আয়োজিত ‘ইসলামি নেতৃত্বের ভবিষ্যত ও ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎২২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারজান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল। সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সহ-সভাপতি আলী আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, ২৩নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আহমদ সাইম, ২৪নং ওয়ার্ড সভাপতি ছালিম আহমদ, ২২নং ওয়ার্ড ‎আল ইসলাহ সহ সভাপতি মাওলানা আব্দুল মুনিম।

‎এসময় আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড সহ সভাপতি মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহের আহমদ তাপাদার, মো. মিজানুর রহমান চৌধুরী আশিক, প্রচার সম্পাদক তাজিম আল মাহবুব, সহ প্রচার সম্পাদক মো. মাহমুদুর রহমান ইসমাঈল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আবিদ, অফিস সম্পাদক মো. কামরুল হাসান, সহ অফিস সম্পাদক মাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান ইমন, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, আজিহার আসাদ জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী আবু মূসা রিহান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহান সাদিক সাঈদ, হোসাইন আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন