সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্রতারকদের হাত থেকে দেশকে বাঁচাবে বিএনপি — অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১০:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পড়া হয়েছে।

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের ইসলামি দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির তিন দশকের সম্পর্ক। মাথাচাড়া দিয়ে উঠা ধর্মপ্রতারকতের হাত থেকে দেশকে বাঁচাতে জমিয়তকে বিএনপির প্রয়োজন। ধর্ম নিয়ে যারা নানা অপপ্রচার চালাচ্ছে, জমিয়তকে সাথে নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।
সিলেটে বিএনপি ও জমিয়তের নির্বাচনি মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন- সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী, সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পাশে রয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। সিলেট-৬ আসনেও আশা করি জমিয়তের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম এবং তার কর্মী-সমর্থকরা ধানের শীষের প্রার্থী অর্থাৎ- আমাকে সহযোগিতা করবেন আশা করি।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জমিয়তের সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান।
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন সিলেটের ৬টি আসনের বিএনপি-জোটের সংসদ সদস্য প্রার্থীরা।
সভায় বক্তারা বলেন- সিলেটের সকল আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীকে চূড়ান্ত বিজয় নিশ্চিত করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিয়ে সিলেট বিএনপি ও জমিয়তের ঘাঁটি হিসেবে পূণরায় প্রমাণ করতে হবে। এ লক্ষ্যে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং একে অপরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয় ঘরে তুলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিএনপি ও জমিয়ত তথা দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল এবং মানুষের বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন