সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম ক্রমেই গুরুত্বপূর্ণ পর্বে পৌঁছেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপের একাদশ দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে। বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ আলোচনায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বিধান।বৈঠকের সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া।
বৈঠকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জামায়াতের পক্ষে উপস্থিত আছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ। এনসিপির পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসিন। এছাড়া উপস্থিত রয়েছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য লে. (অব.) হাসান সোহরাওয়ার্দী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধি হাসনাত কাইয়ুমও বৈঠকে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের মতে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াগত স্বচ্ছতা, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে নিরপেক্ষতা এবং জরুরি অবস্থা ঘোষণার শর্তাবলী পুনর্নির্ধারণ দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হচ্ছে।বৈঠক শেষে প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT