জীবনের একমাত্র আক্ষেপের কথা জানালেন সূর্যকুমার

- আপডেট সময়ঃ ০৪:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারের আসরে পাকিস্তানকে তিনটি ম্যাচেই হারিয়েছে টিম ইন্ডিয়া। গত বছর জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সাফল্যের পরও ক্রিকেটজীবনে কিছু আক্ষেপ রয়েছে বলে জানিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
এশিয়া কাপ জিতে দেশে ফেরার পর একটি সাক্ষাৎকার দিয়েছেন সূর্য। সেখানেই নিজের আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে কখনও খেলার সুযোগ না পাওয়াই তার ক্রিকেটজীবনের সবচেয়ে বড় আক্ষেপ। সূর্য বলেন, ‘মাহি ভাই যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। চাইতাম যেন এক বার অন্তত সুযোগ পাই। কিন্তু কখনও সেই সুযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় মাহি ভাইয়ের বিপক্ষেই খেলেছি। ব্যাট করার সময় উইকেটের পিছনে পেয়েছি তাকে। দুর্দান্ত মানুষ। ক্রিকেটার তো বটেই। বিপক্ষে খেলেও মাহি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখতে পেরেছি। তা হল, অসম্ভব চাপের সময়ও শান্ত থাকতে পারা। মাঠের সব দিকে নজর রাখেন। কী ঘটছে দেখেন। তারপর সিদ্ধান্ত নেন।’
উল্লেখ্য, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন কোহলি, রোহিত। এরপর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সূর্য।