মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর দুপুরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও সিএনজির মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন মোঃ আব্দুস সালাম (৫৫)। তিনি পশ্চিম বটুলী গ্রামের বাসিন্দা, ডাকঘর ফুলতলা, থানা জুড়ী, জেলা মৌলভীবাজার। তার পিতার নাম মোঃ ওসমান আলী।
আটককৃত আসামিসহ জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225