মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল অভিযানে একটি পরিত্যক্ত এয়ার গান জ’ব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর একটি টহলদল সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৭নং ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী এলাকায় অভিযান চালিয়ে এয়ার গানটি উ’দ্ধা’র করে। উ’দ্ধা’র’কৃ’ত এয়ার গানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, জ’ব্দ’কৃ’ত এয়ার গানটি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নিকটস্থ জুড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অ’বৈ’ধ অ’স্ত্র উ’দ্ধা’রে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225