০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জুড়ীতে মানুষ-হাতি দ্বন্দ নিরসনে করনীয় বিষয়ক সভা অনুষ্টিত

জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১০:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের জুড়ীতে মানুষ-হাতি দ্বন্দ নিরসনে করনীয় বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় এ সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ সভার আয়োজন করে।

সংগঠনের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহ সাহেদা এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মুজাফ্ফর ফয়সাল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদ উদ্দিন আহমদ, বিজিবি লাঠিটিলা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ হানিফ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, রাগনা বিট কর্মকর্তা মাহমুদুল ইসলাম, গাজীপুর বিট কর্মকর্তা আরিফুর রহমান, সাংবাদিক আব্দুল কুদ্দুস, মঞ্জুরে আলম লাল, আল আমিন আহমদ, খোর্শেদ আলম, আব্দুল্লাহ আল ফাহাদ, লাঠিটিলা বিটের আজিজুল হক, আবুল বাশার, আয়োজক সংগঠনের সদস্য জিডিসান প্রধান, গীতা গোস্বামী, জুবায়ের আহমদ।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে আব্দুল হাদী, এরশাদ আলী, ছইব আলী, অহিদ মিয়া, জসিম উদ্দিন, লিয়াকত আলী, মন্তু মিয়া, ফারুক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- বিভিন্ন কারণে প্রাকৃতিক বন ধ্বংস হয়ে যাওয়ায় বনে বন্য প্রাণির খাদ্য ও নিরাপদ আবাস বিলীন হয়ে গেছে। তাই বাধ্য হয়ে বন্য প্রাণিরা লোকালযে নেমে এসে মানুষের জান-মাল, বাড়ি-ঘর ও ফসল নষ্ট করে ফেলে। তাই মানুষ বাধ্য হয়ে সেই প্রাণিদের মেরে ফেলে। এমনকি প্রাণিরা রাস্তায় নেমে আসায় যানবাহনে পিষ্ট হয়ে মারা যায়। বিশেষ করে হাতির সাথে মানুষের সংঘাত বেশি হয়। এতে করে মানুষের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি বেশি হয়। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। হাতি লোকালয়ে নেমে এলে তাকে না রাগিয়ে নিরাপদ দুরত্বে থেকে বন বিভাগকে খবর দিতে হবে। তারা এসে নিজস্ব পন্থায় হাতিকে বিদায় করবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন