দেশের ইন্টারনেট পরিষেবার জন্য নতুন লাইসেন্স নীতিমালা জুন মাসে আসছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁও বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।ফয়েজ আহমদ বলেন, তথ্যপ্রযুক্তিতে বিশেষ করে ফ্রিল্যান্সার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো কম। মেট্রোপলিটন এলাকাগুলোর তুলনায় গ্রামীণ এলাকাগুলো পিছিয়ে আছে। তাই সমাজে থাকা বৈষম্য দূর করার লক্ষ্যে এবার গত এক বছরের কৃতী তরুণদের নিয়ে ১৭ মে বিশ্ব টেলিকম ও তথ্য সংঘ দিবস পালন করবে সরকার। সম্মেলনের খরচ কমাতে মূল অনুষ্ঠান বিটিআরসি প্রাঙ্গণে করা হচ্ছে। তিনি জানান, নতুন লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ইন্টারনেটের দাম কমানোর পথে থাকা বাধাগুলো দূর করা হবে। মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সেবার মান, বকেয়া পাওনা ও সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সরকার মুখরোচক প্রকল্প থেকে বেরিয়ে ব্যয় কমিয়েছে। এর ফলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও খুলনা ক্যাবল কোম্পানি লাভবান হচ্ছে। ক্ষতিতে থাকা ৬টি টেলিকম প্রতিষ্ঠানকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এনজিএসও লাইসেন্স প্রদানের পর স্টারলিংক বিএসসিসিএল থেকে ২ টেরাবাইট ব্যান্ডউইথ নিচ্ছে, যা তিন মাসের মধ্যে দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। নতুন বাজেট না করে বিদ্যমান প্রকল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে।বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, আমরা বাজারকে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করতে চাই। প্রতিযোগিতার মাধ্যমেই বাজারের দাম নির্ধারিত হবে। স্টারলিংক এখনো প্রাইসিং আবেদন করেনি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT