০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

জুবিনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য, এবার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৪৮ বার পড়া হয়েছে।

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সেই মৃত্যুকে ঘিরে উঠেছে পরিকল্পিত হত্যার অভিযোগ। সন্দেহের তীর অনেকের দিকে। আটকও হয়েছেন জুবিনের ম্যানেজার, সহশিল্পীসহ কয়েকজন। এবার এ ঘটনায় নতুন মোড় এসেছে। বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে প্রয়াত গায়কের জ্ঞাতিভাই এবং আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গ। এই পুলিশ কর্মকর্তা গায়কের মৃত্যুর সময় তার সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সূত্রের খবর অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর জুবিন গার্গ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানেই একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পার্টিতে উপস্থিত সন্দীপন গার্গকে কেন্দ্র করে তদন্তের চাপ বেড়ে যায়।

এ ঘটনায় ইতোমধ্যে গায়ক জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করা হয়েছিল।

আসাম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানায়, সন্দীপন গার্গের গ্রেপ্তার মামলার তদন্তে নতুন দিক উন্মোচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মৃত্যুর সময় তার উপস্থিতি এবং পার্টির ঘটনা এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজ (৮ অক্টোবর) তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

এর মধ্যেই আরও এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি রুপির লেনদেন হয়েছিল। সেটা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। চলছে গভীর তদন্তও।

জুবিন গার্গের মৃত্যু শুধু সংগীতজগৎ নয়, সমগ্র ভারতের সংস্কৃতি অঙ্গনকেও শোকাহত করেছে। এবার এই নাটকীয় তদন্ত নতুন অধ্যায়ের সূচনা হলো সন্দীপন গার্গের গ্রেপ্তারের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন