০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

ইসলাম ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৩৭ বার পড়া হয়েছে।

জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন। এই দিনের অনেক ফজিলতপূর্ণ আমাল রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ আর সওয়াবের দিক থেকে বেশি এমন আমল হচ্ছে; মহানবী (সা.) এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা।

اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

উচ্চারণ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ; কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা; ইন্নাকা হামিদুম্মাজিদ।

অর্থ: “হে আল্লাহ! আপনি মুহাম্মদের ওপর ও মুহাম্মদের পরিবারবর্গের ওপর দয়া বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম ও ইবরাহিমের পরিবারবর্গের ওপর দয়া বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবময়।”

হাদিসে বর্ণিত হয়েছে-
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: “إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ”

আউস ইবন আওস (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের শ্রেষ্ঠ দিনের অন্যতম হলো জুমার দিন। তাই এ দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ করো, কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। ”(আবু দাঊদ, হাদিস ১৫৩১)

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন