তিনি শুক্রবার বিকালে বিয়ানীবাজারের শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও ৫ আগস্টে শহিদ তারেক আহমদ, রায়হান আহমদ এবং ময়নুল হোসেন স্মরণে অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্টিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির সহ-সভাপতি কবির আহমদ ।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, তুরাব, রায়হান, তারেক, ময়নুল শুধু এক একটা নামই নয়, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের এক একটি উজ্জ্বল স্স্তম্ভ। আমরা তাদের জন্য মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, আশরাফ আহমেদ চেয়ারম্যান, হাজী এম এ মান্নান চেয়ারম্যান, সাইফুল ইসলাম সায়েক, ফয়সল আহমেদ, মাহবুবুর রহমান, সৈয়দ এমরান, মামুনুর রশীদ মামুন, আলি আহমদ মেম্বার, সায়েক আহমেদ চৌধুরী, নাজিম উদ্দীন, কামাল আহমদ, জেলা যুবদলের সদস্য কালাম আহমদ, ফয়েজ আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম, লিমন আহমদ, সুমন আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম,জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ, রাজেল আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সচিব শহীদুল ইসলাম, পৌর ছাত্রদলের নেতা হাসান আহমেদ, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর বি এন পির সহসভাপতি সাইব উদ্দিন, নজরুল ইসলাম।
অনুষ্টানে বিয়ানীবাজার উপজেলা ও পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT