জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বড় ধরনের মোড় নিয়েছে দেশের রাজনৈতিক ও বিচারাঙ্গনের চাঞ্চল্যকর এক অধ্যায়। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজের দায় স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির হয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন এবং এই ঘটনায় নিজেকে দায়ী মনে করছেন। এ সময় তিনি বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।
একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে আদালত আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। ফলে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT