জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে। যেখানে একটি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে মিডিয়ার তেলবাজি ও অপর ছবিতে দেখা যাচ্ছে সাংবাদিক আবু তাহের মো. তুরাবের রক্তাক্ত ছবি। ছবি ২টি Chief Adviser GOB নামে প্রধান উপদেষ্টা তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করেন সেখানে তিনি লেখেন ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’ — এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এই দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিলো তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়াও ছিলো অন্যতম। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে।
জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।নিহত আবু তাহের মো. তুরাব জুলাই আন্দোলনের সময় সিলেটে পেশাগত দায়িত্বপালনকালে পুলিশে গুলিতে নিহত হয়। তিনি দৈনিক নয়া দিগন্তের ও দৈনিক জালালাবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT